এটিএম লুঙ্গির কারখানায় আগুন
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১০ মার্চ ২০২৪ ২১:০৯; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৫:১১
-2024-03-10-21-06-55.jpg)
টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে খবর দিয়ে আনা হয়। তবে তিনটি ইউনিট ৪৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি বলেন, জায়গাটা রিসাইকেলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই অনেকটাই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। সে কারণেই পাঁচটি ইউনিট স্পটে আনা হয়েছিল।
এদিকে এটিএম কারখানার ম্যানেজার মো. আলম মিয়া জানান কারখানায় আগুন নিয়ন্ত্রণ আসলেও এর মধ্যেই প্রায় ৬ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবেই আগুন লেগেছে সেটি জানা যায়নি।
বিষয়: এটিএম লুঙ্গি কারখানা আগুন টাঙ্গাইল
আপনার মূল্যবান মতামত দিন: