১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪ ১৯:২৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:১৩

সারা দেশে সহিংসতা ও নাশকতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।
আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। তবে এ দিন শুধু পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে।
আর আগামী ১৫ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। মূলত সেদিন থেকে সব ধরনের ট্রেন চলাচল শুরু হবে।
১৩ আগস্ট থেকে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। রোববার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৯ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলেছে। কিন্তু গত ৩ আগস্ট থেকে সারা দেশে আবারো ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। এতে করে লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: