নগরীতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের মানববন্ধন
ভারতীয় পণ্যসহ টিভি চ্যানেল বর্জনের আহবান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪ ২৩:০২; আপডেট: ২২ আগস্ট ২০২৪ ২৩:৩৭

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ভারতীয় পণ্যসহ সব টেলিভিশন চ্যানেল বর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, ভারত এমন একটি রাষ্ট্র, এমন সাম্প্রদায়িক শক্তি সেখানে ক্ষমতায়, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই। ভারতে আমাদের চ্যানেল চলে না, অথচ তাদের চ্যানেলগুলো আমরা ঘরে বসে দেখি। পানি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ ভারতীয় চ্যানেলগুলো বর্জন করতে হবে। তারা আমাদের পানি দিয়ে মারতে চায়, স্বৈরাচার চাপিয়ে দিয়ে মারতে চায়, সংস্কৃতি ধ্বংস করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রবীণ সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দীন, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক আহসান হাবিব।
কর্মসূচিতে রাজ টাইমস সম্পাদক মুহিব্বুল আরেফিন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন।
বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করেন বক্তারা আরও বলেন, রাতের আধারে ত্রিপুরায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত পানি ঢুকছে বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে। কোনো ধরণের পূর্ব নোটিশ না দিয়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।
আমরা অন্তবর্ত ী সরকারের কাছে দাবি জানাই, ভারত যদি পানি আগ্রাসন বন্ধ না করে তাহলে ১৯৯৭ সালের আইনের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে ভারতের বিপক্ষে মামলা করা হোক।
আপনার মূল্যবান মতামত দিন: