৬ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের খুলে দেওয়া জলকপাট
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪ ১৮:০৯; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:১৫

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার ছয় ঘণ্টা পর আবার সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রোববার (২৫ আগস্ট) সকাল আটটায় কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছিল। পরে দুপুর দুইটায় সেগুলো বন্ধ করা দেওয়া হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহের জলকপাট বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জলকপাট খোলা থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়েছে।
কাপ্তাই বাঁধের গেট খোলার ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়লেও কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রকল্প সংশ্লিষ্টরা। বরং পানি না ছাড়লে বাঘাইছড়ি উপজেলা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার আশংকা ছিল বলে জানান তারা।
কাপ্তাই হ্রদে বাঁধ দেওয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট বা স্লুইসগেইট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে পাঁচ লাখ ২৫ হাজার কিউসেক পানি নির্গমন করতে পারে। ১০৯ এমএসএল ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও হ্রদে ১০৮ এমএসএলের অধিক পানি পূর্ণ হলে জলকপাট দিয়ে পানি নির্গমন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: