ফেনীতে ত্রাণ দিয়ে ফেরার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনা, আহত ৯

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪ ২৩:৩৩; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:১৮

ছবি: সংগৃহীত

ফেনীতে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে ফেরার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৯ স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাঁশবাড়িয়া আর আর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- মালেক মিয়া (২৩), রিফাত হোসেন (২১), মো. লিয়াকত (২৬), মঈন উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২৫), নিজাম উদ্দিন (২৫), তাকরিন আহমেদ (২৭) ও ইয়াকুব আলী (২৭)।

আহত স্বেচ্ছাসেবকদের সবাই সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ফেনীতে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে পিকআপ করে স্বেচ্ছাসেবকরা চট্টগ্রামে ফিরছিলেন। পিকআপটি সীতাকুণ্ডে আরআর টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছে গিয়ে ধাক্কা খায়।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পরে আরও একটি ইউনিটের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top