ডিম, মাছ-মুরগির পর নতুন করে অস্থিরতা সবজির দামে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪ ১৭:৪০; আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০২:৫৩

ছবি: সংগৃহিত

শেখ হাসিনার সরকার পতনের পর সাধারণ মানুষের নিত্য পণ্যের দাম নাগালে আসার অন্যতম বিশেষ প্রত্যাশাটি মাঠে মারা যাওয়ার অবস্থা। অন্তর্বর্তী সরকারের দু'মাস পরও বাজার অনিয়ন্ত্রিত। প্রায় সব পণ্যেরই আকাশ ছোঁয়া দাম। ডিম, মাছ-মুরগির পর নতুন করে অস্থিরতা সবজির দামে। একশ টাকার কমে মিলছে না কোনো সবজিই।

মোহাম্মদ হাসানুল আমিন। একটি বেসরকারি কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজার। যে টাকা বেতন পান তা দিয়ে অনেকটাই মধ্যবিত্তের সংসার তার। কিন্তু, বাজারে এসে অসহায় তিনি। হাসানুল আমিনের মতোই অবস্থা প্রায় সব মানুষের। নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস সবার।

সরকার পরিবর্তনের পর ব্রয়লার মুরগির দাম কয়েকদিন নেমে আসে একশ পঞ্চাশ টাকায়। আর সোনালী মুরগি দু'শ বিশ টাকায়। কিন্তু দু'সপ্তাহের ব্যবধানে এই দুই জাতের মুরগির দাম আবার উর্ধ্বমুখী। চরম অস্থিরতা মাছ বাজারেও। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে পাঁচশ থেকে সাতশ টাকা পর্যন্ত।

এদিকে, সবজির বাজারেও আগুন। পেপে ছাড়া বাকি সব সবজি কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে একশ থেকে এক'শ আশি টাকা পর্যন্ত।নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে আনতে আর বাজার মনিটরিংয়ের আওয়াজ নয়, মানুষ চায় পদক্ষেপ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top