ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,১০৯
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ২০:৫৭; আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৮:২৭

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে গত ছয়দিনে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারাল।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে গত ছয়দিনে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারাল। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৩০ জনের।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালের দুজন, চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন।
এতে আরো বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৯২ জন ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।
এরপর ঢাকা বিভাগের হাসপাতালে ১৮৮, চট্টগ্রাম বিভাগে ১৬৬, খুলনা বিভাগে ১৩৯, বরিশাল বিভাগে ১০৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫, রাজশাহী বিভাগে ৫২, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ২০ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৫ জন ভর্তি হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: