ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪ ১৯:২৮; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫১
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় কয়েকজন যুবক রেল লাইনের পাশ দিয়ে ধান মাড়াই মেশিন নিয়ে যাচ্ছিলেন। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনটিও যাচ্ছিল।
এমতাবস্থায় ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি তারা। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চার যুবকের মৃত্যু হয়।
আপনার মূল্যবান মতামত দিন: