গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৪

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৮; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:২৬

ছবি: সংগৃহিত

গাজীপুরের কাশেমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. তানজিল, রাব্বি, শামসুল এবং রোজিনা হক। গুরুতর অবস্থায় গভীর রাতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান চারজনের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েন। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top