দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ১০:৫৯; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৩:২২

দিনাজপুরে তাপমাত্রা আরও কমায় বাড়ছে শীতের তীব্রতা। শীতের সঙ্গে ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে ১৭ ডিগ্রি থেকে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। দিনাজপুরে আজ তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার ও বাতাসের আদ্রতা ৯৪%।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর জেলা। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন। সকালে কাজে যেতে পারছেন না তারা। আবার দেরি করে কাজে গেলেও কাজ পাচ্ছেন না তারা।
উত্তর থেকে আসা হিমেল হাওয়া বইছে। দিনের বেলায় কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচল করছে ধীরগতিতে।
আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ডিসেম্বর মাসে শীতের তীব্রতা আরও অনেক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ।
দিনাজপুর শিশু হাসপাতাল ও সদর হাসপাতালে জনিত রোগীর সংখ্যা অনেক বেশি। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষ।
অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে ক্ষেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। তারা সময় মতো কাজে যেতে পারছেন না। অপর দিকে, শীতের কবলে পড়েছে চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।
আপনার মূল্যবান মতামত দিন: