গাজীপুরে ৪ বাসে আগুন দিলো পোশাকশ্রমিকরা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ২৩:৪১; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৩:১৬

ছবি: সংগৃহিত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় চারটি বাসে আগুন দিয়েছেন পোশাকশ্রমিকরা। বাসচাপায় স্থানীয় অনন্ত গার্মেন্ট কারখানার নিরাপত্তা কর্মী নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসগুলোতে আগুন দেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেয়ার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ইট ছোড়েন শ্রমিকরা।

বাস চাপায় নিহত নিরাপত্তা কর্মীর নাম মুন্না (৫৫)। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বলে জানা গেছে।

জানা গেছে, রাত ৮টায় কারখানা ছুটির পর নিরাপত্তা প্রহরী লাল নিশান হাতে নিয়ে গাড়ি থামিয়ে শ্রমিকদের নিরাপদে মহাসড়ক পার করার ব্যবস্থা করছিলেন। এ সময় ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একই সময় আরো একটি বাসে অগ্নিসংযোগ করে এবং আজমেরী পরিবহনের আরো কয়েকটি বাস আটক করে ভাংচুর চালায়। এ সময় বিক্ষুব্দ শ্রমিকরা আরো বেশ কয়েকটি বাস ভাংচুর করে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়।

গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মোস্তফা কামাল বলেন, বাসচাপায় অনন্ত গার্মেন্ট কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি লাশ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দেবে, এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২-৩টি বাসে আগুন দেয়া হয়েছে।

এ ব্যাপারে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়ক থেকে শ্রমিকদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো: ইব্রাহিম খান বলেন, শনিবার রাত ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top