সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-শিশুর মৃত্যু

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০১; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০০:২০

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আট মাসের সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়ায় মা ও শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশনের উত্তর পাশে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর সাতখামাইর এলাকায় ঘটনাটি ঘটে। পরে মা ও শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে দু’জনেরই মৃত্যু হয়।

গাজীপুরের জয়দেবপুর জংশন রেলস্টেশনের রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেতাবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।

গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার বলেন, হাসপাতালে নেয়ার সময় নাক-কান দিয়ে অনবরত রক্ত পড়ছিল। শ্রীপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হলে পথেই দু’জনের মৃত্যু হয়।

সূত্র : ইউএনবি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top