তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে আবারও হামলার শিকার পুলিশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৯:৫৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনা অনুমতিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) একটি মাহফিলের আয়োজন করা হয়।
পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরির সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। এর আগে উস্কানিমূলক বক্তব্য রাখেন তাহেরি। এ ঘটনায় ওইদিনই তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এদিকে, শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই তাকে গ্রেফতার করতে গিয়ে আবারও হামলার শিকার হয়েছে পুলিশ। উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় তাহেরির ছয় সমর্থককে আটক করেছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ী এলাকায় তাহেরির উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এ সময় তাহেরির সমর্থকরা গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।
এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: