ধামইরহাটে মোবাইল কোর্টে ৯ মোটরসাইকেল চালকের জরিমানা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:৩৪

ছবি: সংগৃহিত

নওগাঁর ধামইরহাটে মোবাইল কোর্ট পরিচালনায় ৯জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর মোড়ে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে তাদের নগদ অর্থ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

অভিযুক্তরা হলো-মাহাবুব রশিদ, আব্দুল খালেক, মেহেদী হাসান, মো. শাহীন, রায়হান শাহ, সাজেদুল ইসলাম, ওমর ফারুক, বাপ্পি খান, এসএম রোকন।

অবৈধ ভাবে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল রাস্তায় চালানোর সময় তাদের সড়ক পরিবহণ আইনের ২০১৮ ধারা অনুযায়ী প্রত্যেককে সতর্কতামূলক ভাবে প্রাথমিক ১হাজার টাকা করে সব্বোর্মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ধামইরহাট থানার এসআই মো. হাবিবুর রহমানসহ পুলিশের একটি চৌকশ দল মোবাইল কোর্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top