সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ২২:৫৮; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:৩১

সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত কিশোর মো. মারুফ মিয়ার বাড়ি জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে এ ঘটনা হয়।
স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে পাঁচ-ছয়জন সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এসময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হন মারুফ। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে পালিয়ে আসে অন্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি বদরুজ্জামান। এ বিষয়ে নিন্দা জানিয়ে অভিযুক্ত খাসিয়ার বিচার চেয়েছে বিজিবি।
আপনার মূল্যবান মতামত দিন: