রাজশাহী শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজের সনদে হাসিনার শ্লোগান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮; আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১

সংগ্রহীত

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে মেডেল ও সনদ দেয়া হয়েছে। সেই সনদে ' শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ' লিখা সম্বলিত একটি লোগো রয়েছে। পতিত স্বৈরশাসক হাসিনার এমন শ্লোগান সম্বলিত সনদ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলােচনা সমালোচনা দেখা দিয়েছে।
বুধবার সকাল থেকেই রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে মেডেল এবং উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর করা এ সনদ দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায় প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন আওয়ামী মদদপুষ্ট রাজশাহী ৩ আসনের সাবেক সাংসদ আসাদুজ্জামান আসাদের আপন চাচাতো ভাই। তাঁর বিরুদ্ধে দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ থাকা সত্বেও সে তার ভাই আসাদ, শাহরিয়ার আলম এমপি ও তৎকালীন শিক্ষামন্ত্রী দিপুমনির সুপারিশে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের নানাভাবে হেনস্তা করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, এটা ভুলবসত হয়েছে আমার নজরে আসার পর আমরা আর সার্টিফিকেট দেয়নি। এটা আগে থেকেই করা ছিলো।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top