ধামইরহাট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:৩৮

নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। সহকারি শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট মহিলা কলেজের প্রদর্শক নুরুজ্জামান রুবেল, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, সাবেক প্রধান শিক্ষক মতলেবুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল জব্বার, আব্দুল সাত্তার ফারুকী, উম্মে কুলসুম প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: