নবাবগঞ্জের ইতিহাসে বড় মাহফিল অনুষ্ঠিত

ইউনিটি আমাদের বজায় রাখতে হবে - আজহারী

বিশেষ প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৯; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:২৬

সংগৃহিত

তরুণ প্রজন্মের প্রতি উদ্দেশ্য করে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেন, তোমরা দেখিয়ে দিয়েছো কীভাবে জালিমদের শায়েস্তা করতে হয়। চোখের ইশারায় কী তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। ১৬-১৭ বছরে যেটা করা যায় নাই অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এই উচ্ছ্বাস, এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। তাই আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না। নতুন করে ফ্যাসিস্টরা আর দুঃসাহস দেখাতে পারবে না। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান আজহারী আরও বলেন, আমরা আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত। একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, এটা আবার অনেকের ভালো লাগে না। আামদের সুখ অনেকের ভালো লাগে না। নানামুখী ষড়যন্ত্র। আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না।

জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই ঐতিহাসিক মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল হজরত মাওলানা মো. নুরুল আমিন।

তিন লাক্ষাধীক মুসুল্লির নামাজ আদায়
এদিকে ড. মিজানুর রহমান আজহারীর মাহাফিলে এসে অনুমানিক তিন লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন। আজ শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মাহফিলের মূল মঞ্চ করা হয়েছে তার আয়তন ৪০ বিঘা। আর ধারণ ক্ষমতা ৩ লাখ মানুষের। মাঠের পাশে আগে থেকেই ওজু, পানি ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই তায়াইম্মুমের মাধ্যমে ওজু করে নামাজ আদায় করেন। তবে মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠ প্রস্তুত করা হয়েছে। যেখান থেকে শ্রোতারা স্কিনের মাধ্যমে দেখতে ও শুনতে পারবেন তার বক্তব্য। আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক আলম বলেন, এই মাঠে ৩ লাখের বেশি মানুষ আছে। তবে ধারণা করা হয়েছে ২ লাক্ষাধীক মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন। এত বড় মাহফিল ও এত মানুষ একসঙ্গে নামাজ আদায় চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটি প্রথম।

সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে তীব্র যানজট

তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে আসেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে মাহফিল এলাকায় দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ট্রাক, মাহিন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেলের চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে প্রায় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্রায় সাড়ে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক ও যানবাহনগুলো ধীর গতিতে চলছে। এ অবস্থায় মাহফিল কমিটির সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন।

উল্লেখ্য যে, জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য আটটি মাঠ প্রস্তুত করা হয়। আর জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে করা হয়েছে মূল মঞ্চ। এই মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূল মাঠে চারটি প্রজেক্টরসহ সব মাঠে ছিলো প্রজেক্টরের ব্যবস্থা। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুতের জন্য রয়েছে জেনারেটর। পাশাপাশি ফ্রি ওয়াইফাই, স্যানিটেশন, পর্যাপ্ত সুপেয় পানি, অজুখানার ব্যবস্থা, ইন্টারনেট সচলের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া থাকবে ৫ হাজার স্বেচ্ছাসেবক দল ও মেডিক্যাল ক্যাম্প। আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ গোলাম রাব্বানী ঢাকা পোস্টকে বলেন, চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটি সবচেয়ে বড় ওয়াজ মাহফিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ ছাড়া পর্যাপ্ত টয়লেট, পানির ব্যবস্থা, খাবার হোটেল, প্রকাশনা স্টল, মেডিকেল টিম, ও পরিবহন রাখার জন্য প্রায় ১৬টি গ্যারেজের সুব্যবস্থা করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top