ধামইরহাটে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫ ১৮:৪২; আপডেট: ১২ মার্চ ২০২৫ ০০:৪০

নওগাঁর ধামইরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্বল্প আয়ের কার্ডধারী মানুষের মঝে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পৌরসভার অন্তর্গত মালাহার রাস্তায় অবস্থিত মেসার্স জাহিদ ট্রেডার্স এ টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
বিতরণ কালে প্রতি কার্ডধারী ব্যক্তি ৬৬০ টাকা প্যাকেজ মূল্যে ২কেজি সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল, ৫কেজি চাল, ১কেজি চিনি, ২কেজি ছোলা ক্রয় করতে পারবেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০ হাজার ৬শত ৫৯জন টিসিবি কার্ডধারীদের যাচাই-বাছাই শেষে ৭হাজার ৬০৪ পরিবার নি¤œ আয়ের মানুষ পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন।
প্রথম ধাপে রমজান উপলক্ষে পৌরসভার ১হাজার ৮৭৬ জন টিসিবি কার্ডধারীদের মাঝে ভর্তূকী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: