রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ বাইক আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫ ১৮:৪৯; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১১:৪৪

রাজশাহীর বেলপুকুর, কাটাখালী ও মতিহার থানায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর বেলপুকুর, কাটাখালী ও মতিহার থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- রাজশাহীর বেলপুকুর চেকপোস্ট এলাকার আবদুল খালেকের ছেলে মো. আলিফ (১৮), নগরের মৌলভী বুধপাড়া মহল্লার মো. সাকলাইনের ছেলে মো. সাদিক (১৭) ও বেলঘরিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে সালেহ আহমেদ (২৫)। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যার আগে আলিফ মোটরসাইকেল নিয়ে ইফতার কিনতে যাচ্ছিলেন। ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলিফ গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাটাখালী থানার ওসি আবদুল মতিন জানান, দুপুরে কাটাখালী-হরিয়ান সড়কে মাসকাটাদীঘি কলেজপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেল চালক সাদিক। এতে তার চোয়াল ভেঙে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, সন্ধ্যার পর রাজশাহী-ঢাকা মহাসড়কের বিহাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়ি চলে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: