ধামইরহাটে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ২২:৩৫; আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২৩:১১

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকাল ৪টায় আলতাদিঘী কুঁড়েঘর রেস্টুরেন্টে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের কো'অর্ডিনেটর সাঈদ বিন জাবেদ এর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়ক সুকমল মণ্ডল, ধামইরহাট উপজেলা পি'এফ'জির কো'অডিনেটর মোস্তফা কামাল বাবু, সাংবাদিক মুমিনুল ইসলাম সহ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের প্রায় ২০ জন্য সদস্য।

আলোচনায় সাম্প্রতিক সময়ে শিশু ও নারী নির্যাতন নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করে বলেন সামাজিক ও ব্যাক্তিগত ভাবে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন, যাতে করে মেন সংঘাতময় পরিস্থিতি না ঘটে। অত্র উপজেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্টার জন্য সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্তয় করেন।

সভায় ইয়ুথ গ্রুপের নারী ও পুরুষ সদস্যরা তারা তাদের মতামত পেশ করেন। তার ধারাবাহিকতায় সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আগামী দিনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top