ধামইরহাটে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ২৩:২৫; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০২:০৬

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে নাজমুল হোসেন নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু এবং ২টি ছাগল মারা গেছে। এসময় তার ৬টি রাজহাঁস ও ৯টি মুরগীসহ বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।

শনিবার রাত ৮টার টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর ধানগোলা গ্রামে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই গোয়াল ঘরে থাকা একটি বাছুরসহ মোট ৩টি গরু এবং ২টি ছাগল রাখা ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনে গোয়ালঘরসহ ৩টি গরু এবং ২টি ছাগল পুড়ে যায়। পাশাপাশি আগুনে ওই বাড়ির ৩টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ আনলেও এর পূর্বে সব পুড়ে শেষ হয়ে যায় ওই কৃষকের।

ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ শাহাদত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করেন। দীর্ঘ সময়ের চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top