ঝিনাইদহে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫ ১৯:৫১; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০৯:৪০

ঝিনাইদহের শৈলকুপায় ঈদের নামাজ আদায় নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর।
সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামে স্থানীয় মাতব্বর আবুল হোসেন কাবুল ও নওয়াব আলীর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে গ্রামের ঈদগাহে নামাজ আদায়ের সময় মাইকের শব্দ নিয়ে দু'পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি এখনও। এছাড়া কাউকে আটকও করা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: