গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ধামইরহাটে কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১৮:৪৫; আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:৩৪

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাট কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতাবিরোধী অগ্রাসনের বিরুধবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলম হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক সদস্য রিফাত হাসিব, এমএম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির, মো. হাসান, জেলা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য মো. আলমগীর হোসেন সুজন, ছাত্রদল নেতা মেহবার হোসেন, আবু সাহেদ, জামিল হোসেন, মোস্তাকিম হোসেন, মো. মোর্শেদ, জিহান বাবু, হৃদয় হোসেন, মাবিয়াতুল, মোসা. শাপলা, মিম ও শিখা প্রমুখ উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top