চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫ ১৭:২৯; আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২০:৫০

- ছবি - ইন্টারনেট

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে মধ্যে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লালুর রহমান।

নিহতরা হলেন, খাদিজা আক্তার (৩০), আবু বকর (৭) এবং দুই বছরের শিশু মাকসুদা।

এদের মধ্যে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে খাদিজা ও আবু বকরের মৃত্যু হয় এবং বালিয়া ইউনিয়নে মাকসুদার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুম জানায়, খাদিজা তার দুই ছেলেকে নিয়ে মঙ্গলবার বাবার ফরিদুপুর থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

বুধবার সকালে তার দুই ছেলে পুকুরে গোসলে নামে। সাঁতার না জানায় তারা ডুবে যাচ্ছিল। এসময় সন্তানদের বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় খাদিজা। বড় ছেলেকে বাঁচাকে সক্ষম হলেও ছোট ছেলেকে (আবু বকর) নিয়ে পানিতে ডুবে যান তিনি।

অন্যদিকে একই উপজেলার বালিয়া ইউনিয়নে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে মাকসুদা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মাকসুদা ওই ইউনিয়নের মো. ফজলুর রহমানের মেয়ে। খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top