ধামইরহাটে ইজারাকৃত বালু মহালের দখল বুঝিয়ে দিলেন প্রশাসন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫ ১৮:৫৫; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০১:৩০

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলাধীন আত্রাই নদীর ইজারাকৃত বালু মহাল আগামী ১ বছর মেয়াদে দখল হস্তান্তর করেছে প্রশাসন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সরজমিনে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমিনের নিকট আত্রাই নদীর মোট ৪টি মৌজায় অবস্থিত বিভিন্ন পয়েন্টের বালুমহাল দখলের হস্তান্তর প্রদান করেন উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ও জেলা প্রশাসকের প্রতিনিধি অলোক কুমার মুকটমনি।

হস্তান্তরের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিধি মোতাবেক বালু উত্তলন ও সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।

তথ্য মতে উপজেলার খেলনা ইউনিয়নের মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আখরাজুল ইসলাম চৌধুরী ১৪৩২ সনের মেয়াদে আত্রাই নদীর বালু মহালের দখলের জন্য ৩ কোটি ৮৮ লক্ষ ৭৪ হাজার ৬৬২ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেন।

তারই প্রেক্ষিতে নওগাঁ জেলা প্রশাসকের অফিসিয়াল নির্দেশনায় আগামী ১ বছরের জন্য আত্রাই নদীর ৪টি মৌজায় অবস্থিত বিভিন্ন পয়েন্টের বালু মহালের দখলের হস্তান্তর প্রদান

এসময় নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, ইউনিয়ন ভুমি অফিসের উপসহকারি কর্মকর্তা মিনহাজুল ইসলাম, মো. ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top