ধামইরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১২ মে ২০২৫ ১৪:৪০; আপডেট: ১২ মে ২০২৫ ২০:১৯

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার বিউটি বেগম, অন্ত বিভাগের ইনচার্জ ইসমত আরা, সিনিয়র স্টাফ নার্স আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। নার্সেস দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: