কালবৈশাখীতে গাছের ডাল পড়ে র্যাব সদস্য নিহত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৫ ১৫:৪৪; আপডেট: ১২ মে ২০২৫ ২০:৪৮

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামে র্যাবের একজন কনস্টেবল নিহত হয়েছেন।
রবিবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিউটি শেষে রবিবার রাতে এক সহকর্মীর সাথে মোটরসাইকেলযোগে ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় সাহার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অপর সহকর্মীরও আহত হয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দরকার।
আপনার মূল্যবান মতামত দিন: