গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে এক পরিবারের ৩ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৫ ১৯:২২; আপডেট: ১৫ মে ২০২৫ ২৩:৫৩

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার পৃল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের একরামুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৬), মোশারফ হোসেনের চাচা ও মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (৩০) এবং মিলনের দাদা ও মৃত. সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫)। সম্পর্কে তারা চাচা, ভাতিজা ও দাদা হন।

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহিনুর ইসলাম জানান, মিলন মিয়ার বাড়ি থেকে মোশারফ হোসেনের বাড়িতে বিদ্যুতের পার্শ্ব লাইন দেওয়া আছে। বৃহস্পতিবার দুপুরে মোশারফ এই বিদ্যুতের লাইনে ধান মাড়াই মেশিন সংযোগ দিয়ে ইরি ধান মাড়াই শুরু করেন। এ সময় হটাৎ পার্শ্ব সংযোগ লাইনের তার আগুন ধরে পুড়ে যায়।

তিনি আরও জানান, বিদ্যুতের এই পার্শ্ব সংযোগ লাইন মেরামতের জন্য মিলনদের টিনের ঘরের চালে উঠে মোশারফ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মিলনও বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে আফজাল হোসেন এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন।

বিদ্যুতায়িত হওয়ার পর স্বজনরা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top