ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী গাড়িতে ডাকাতি, টাকা আদায়ে লাশেও আঘাত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৫ ২০:৪২; আপডেট: ২৪ মে ২০২৫ ০৫:৪৫

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছে। টাকা আদায়ে ধারালো অস্ত্র দিয়ে লাশের উপরও আঘাত করেছে ডাকাতদল।

বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। রাতেই স্বজনরা লাশ গাড়িতে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়ার সময় ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাতদল তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে গাড়িটির গতিরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে এবং লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে সঙ্গে থাকা নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- গাড়ির চালক মো. ফিরুজ মিয়া, গাড়ির মালিক মো. খলিল মিয়া, মৃতের স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, মো. আলমগীর মিয়া, মো. সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া।

মৃত ব্যক্তির ছেলে ও পূর্বভাগ ইউপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতদের চাহিদামতো টাকা-পয়সা না পেয়ে তারা লাশের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার বাবার লাশের ওপর হামলা করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলটি অপরাধপ্রবণ এলাকা। এর আগেও সেখানে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, লাশবাহী গাড়িতে ডাকাতি দুঃখজনক ঘটনা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top