গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে ২ জনের মৃত্যু
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ১৯:২৩; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:৪০
 
                                গাজীপুরের শ্রীপুরে আলাদা দু’টি স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ও দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ও বরমী ইউনিয়নে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন - গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে জয়নাল আবেদীন (৬৫)। শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৭৫)। জয়নাল আবেদীন পেশায় একজন সাইকেল মেকানিক।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকার ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান।
এছাড়া দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আমেনা খাতুন নিহত হন।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম আলী বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে এক সাইকেল মেকানিক ও বৃদ্ধা মারা গেছেন। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দু’টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
                                                    -2021-05-04-11-10-52.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: