ধামইরহাটে সমাজসেবা অফিসারের যোগদান স্থগিত করার দাবিতে মানববন্ধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ১৮:০২; আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ২০:৩১

নওগাঁর ধামইরহাটে নবাগত সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রামানিকের যোগদান স্থগিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে আঞ্চলিক মহাসড়কে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ২০২৩ সালে পাশ্ববর্তী মহাদেবপুর উপজেলায় কর্মরত অবস্থায় ভুয়া এতিম খানা এবং ভুয়া প্রতিবন্ধী কার্ড তৈরির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এর সঙ্গে জড়িত থাকায় বর্তমানে ধামইরহাট উপজেলায় সমাজসেবা অফিসার হিসেবে বদলির আদেশ স্থগিত চেয়ে মানববন্ধনে স্লোগান তোলেন ছাত্র-জনতা।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রজনতার পক্ষে রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, আব্দুর রহমান, নুর আলম হোসেন প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: