ধামইরহাটে জন্মাষ্টমীতে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ১৭:২৩; আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ২০:৫২

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাটে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যান ফ্রন্টের আয়োজনে ধামইরহাট নীমতলি বাজার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা ধামইরহাটের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে ধামইরহাট বাজারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সভাপতি শ্রী: মহেশ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হানজালা, পৌর বিএনপির সভাপতি সহীদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রতন আতরওয়াল,সন্তোষ কুমার পাল,সাথি রানী পাল সহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।

আলোচনা সভায় মানবকল্যান ও শান্তিশৃঙ্খলার এবং শ্রীকৃষ্ণের আদর্শে আদর্শিত হয়ে জীবন যাপনের অঙ্গীকার করেন হিন্দু ধর্মাবলম্বীরা। পাশাপাশি ধর্ম ও দলমতের ভেদাভেদ ভুলে ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্তই করেন আলোচনা সভায় অংশগ্রহণকারীরা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top