ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্দোগে দুর্যোগ ব্যবস্থাপনা মিটিং অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ২২:৫৮; আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ০১:২৪

ধামইরহাটে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও জেসমিন আক্তার।
হেকস /ইপার এর সহায়তায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে ডাসকো ফাউন্ডেশন সম্পর্কে ধারনা এবং থ্রাইভ প্রকল্প বিভিন্ন কার্যক্রমের সচিত্র উপস্থাপনা করেন ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, খাদ্য নিয়ন্ত্রক মামুর অর রশীদ,ইউপি চেয়ারম্যানগন, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের মনিটরিং অফিসার আলতাফুর রহমান, সিডিও এমরান হোসেন, রুবিয়া খাতন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মিটিংয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং গতিবিধি ও বর্তমান ফলাফল উপস্থাপকের নিকট জানতে চান এবং উপস্থাপক বিষয় ভিত্তিক উত্তর দেন।
একই দিনে বেলা সাড়ে ১১টায় উপজেলা কিশোর-কিশোরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির মাসিক সভা একই সভাকক্ষে ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এ এম্পাওয়ার প্রকল্পের সহায়তায় ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেনট অর্গানাইজা (সিডিও) শামীমা আক্তার। ইউএনও জেসমিন আক্তার সংশ্লিষ্ট সকলকে সমাজ ও রাষ্ট্রের কল্যানে নিজ নিজ দায়ীত্ব পালনের আহবান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: