রাজশাহীতে পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৪; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৩

রাজশাহীতে পিস্তল হাতে একজন ছাত্রলীগ নেতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছবিতে সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত আপনকে কালো পাঞ্জাবি ও মাস্ক পরে পিস্তল হাতে দেখা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, আপন রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডের রাজপাড়া এলাকার বাসিন্দা এবং নগর ছাত্রলীগের সভাপতির সবচেয়ে আস্থাভাজন। তিনি নগর ছাত্রলীগের পরবর্তী কমিটির নেতাদের সাথেও ঘনিষ্ঠ ছিলেন। একইসঙ্গে, তিনি এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথাও শোনা যায়।
স্থানীয়রা প্রকাশ্যে অভিযোগ করতে পারছেন না এবং ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আত্মগোপনে চলে গেছেন। একাধিক বাসিন্দা জানিয়েছেন, আপন ও তাঁর বাহিনীর কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মহানগর পুলিশ (আরএমপি) এই বিষয়ে জানেন না। পুলিশ মুখপাত্র গাজিউর রহমান বলেন, “আমরা বিষয়টি খোঁজ নেব। এ ধরনের ঘটনার ক্ষেত্রে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।”
আপনার মূল্যবান মতামত দিন: