বাঘায় দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ১৭:০৯; আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১১:৪৭

রাজশাহী’র বাঘা সীমান্ত এলাকা থেকে ১৫৬ কেজি ওজনের ০১টি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি রাজশাহী-১ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, গত মঙ্গলবার রাত আনুমানিক ২১ ঘটিকায় ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত শূন্য রেখা হতে আনুমানিক ০৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘা থানাধীন পাকুরিয়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান হতে ১৫৬ কেজি ওজনের ০১টি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি আটক করেঅ আটককৃত মূর্তির আনুমানিক সিজার মূল্য ১,৫৬,০০,০০০/- (এক কোটি ছাপ্পান্ন লক্ষ) টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: