ধামইরহাটে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:৩৫; আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২২:১১

নওগাঁর ধামইরহাটে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ওই ইউনিয়নের জনসাধারণের আয়োজনে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাহানপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, নওগাঁ জেলা মহিলাদলের সভানেত্রী বেলী খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা ফিরোজ হোসেন বিদ্যুৎ, আসাদুজ্জামান মনি, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, সদস্য সচিব আলম শাহ প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: