ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ২০:২৭; আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২৩:২৩

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৮১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৩৭ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৩ জন, যাদের মধ্যে ১৩৫ জন পুরুষ ও ১১৮ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৬০৫ জন, যার মধ্যে ৩৭ হাজার ৮৭২ জন পুরুষ ও ২৩ হাজার ৭৩৩ জন নারী।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top