সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস
রাজশাহী জুড়ে শীতের আমেজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১৭:১৫; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ০০:৪৭
রাজশাহী জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। সোমবার ভোর থেকেই নগরীসহ উপজেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটছে মানুষ। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। কুয়াশা রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ভোর মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের টিপটিপ আলো মিলেমিশে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয়রা বলছেন, আজকের এই সকালেই প্রথমবার সত্যিকারের শীতের ছোঁয়া টের পেলাম।

আপনার মূল্যবান মতামত দিন: