ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৩৯
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ২১:০৮; আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০০:২৫
মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১৩৯ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন মোট ৩২৩ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ হাজার ৭৭৩ জনে।
বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন খুলনা বিভাগের, একজন ঢাকা বিভাগের, একজন বরিশাল বিভাগের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার।
আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৩, ঢাকা উত্তর সিটিতে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিহং বিভাগে ৮২ (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৫ (সিটি করপোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) রোগী রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৯৮৯ জন।

আপনার মূল্যবান মতামত দিন: