বগুড়ায় ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ১৩:০১; আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৭:০৮

- ছবি - ইন্টারনেট

বগুড়ায় শাজাহানপুরে ছেলে-মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার মাঝিড়া এলাকায় ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত ও বিছানায় দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেয়া হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top