ধামইরহাটে আদর্শ বেসরকারি প্রথমিক বিদ্যালয়ে বৃত্তি সনদ প্রদান ও পুরস্কার বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ১৮:৩১; আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২০:১১
নওগাঁর ধামইরহাটে আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ধামইরহাট আমাইতাড়াস্থ বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রণির শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম জানান প্রতিবছর এই বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি পরিক্ষায় অংশ নেয়। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের মাঝ থেকে (৫ম শ্রেণী থেকে ১০ জন, ৪র্থ শ্রেণী ২ জন,৩য় শ্রেণীর ৬জন, ২য় শ্রনীর ২জন এবং ১ম শ্রেনীর ৪জন) মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়। তারই অংশ হিসাবে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সনদ প্রদান এর আগে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতি অনুষ্ঠান এবং ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এসসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারীর শিক্ষক মো: আবব্দুর রউফ, ইলিয়াস মার্ডি,বেড়িতলাএকাডেমীর সহকারী শিক্ষক নূর আলম প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: