ধামইরহাটে শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮; আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮
নওগাঁর ধামইরহাটে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী লড়াইয়ের মহানায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যজোট ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ছাত্রদল সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, পৌর ছাত্রদল আহবায়ক সাঈদ বিন জাবেদ, ছাত্র নেতা আলমগীর হোসেন আরাফ, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি কাওছার হোসেন, এনসিপি উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর আলম, জেলা ছাত্র অধিকার সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, বরেন্দ্র বিশ^বিদ্যালয় ছাত্রদল নেতা নুর আলম জিহাদ প্রমুখ। পরে শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: