ধামইরহাটে আসন্ন বড়দিন উপলক্ষে ৭৫টি গীর্জায় সরকারি চাল বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫; আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪
নওগাঁর ধামইরহাটে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ৭৫টি গীর্জায় সাড়ে ৩৭ মেট্রিক টন জি'আর এর চালের ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে জি'আর চালের ডিও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী মিলন কুমার, ধামইরহাট উপজেলা হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান কল্যান ফ্রন্টের সভাপতি মহেষ পাল,সাংগঠনিক সম্পাদক রনত কুমার আগরওয়াল সহ বিভিন্ন চার্চের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আপনার মূল্যবান মতামত দিন: