ধামইরহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোআ ও প্রার্থনা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬ ১৬:২৬; আপডেট: ৭ জানুয়ারী ২০২৬ ১৬:২৮
নওগাঁর ধামইরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ধামইরহাট ইউনিয়ন বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। এ সময় তিনি বলেন আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দল ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক জীবন হাসদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেএম নায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, শ্রী চঞ্চল কুমার দাস, ঠাকুর প্রশান্ত কুমার, বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেষ পাল।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, মর্জিনা বেগম, পৌর বিএনপি নেত্রী শাহিনা ইয়াসমিন প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: