ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটি কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬ ১৬:১৬; আপডেট: ২২ জানুয়ারী ২০২৬ ১৮:৩২
ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
সভায় ধামইরহাট থানার আইন–শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন ধামইরহাট থানার তদন্ত প্রতিবেদন কর্মকর্তা নাজমুল ইসলাম । আলোচনায় উপজেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। এছাড়াও সীমান্ত সুরক্ষা,মাদক এবং আসন্ন সংসদ নির্বাচনের বিষয়ে জনসচেতনতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু,ধামইরহাট পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল,মৎস কর্মকর্তা আইয়ুব আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, শিমুলতলী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার তৌফিকুল ইসলাম ,বস্তাবর বিওপি কমান্ডার সুলতান আহমেদ, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম,আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

আপনার মূল্যবান মতামত দিন: