বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫৬; আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১১:০২

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৮ জন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের নওগাঁয় দুইজন, বগুড়ায় চারজন এবং পাবনায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ২৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ছয়জনের বাড়ি রাজশাহী। আর তিনজনের বাড়ি বগুড়া। অন্য ২০ জনের বাড়ি পাবনা। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৩২ জন। এদের মধ্যে ২৪ হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top