পুলিশ একাডেমীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১ ২০:৫৪; আপডেট: ১৭ মার্চ ২০২১ ২১:০৬

বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় “আলোকিত বাংলাদেশ ও আলোকিত মুজিব” শিরোনামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় এক হাজার মোমবাতির প্রজ্জ্বলনের মাধ্যমে তৈরিকৃত ‘আলোকিত বাংলাদেশ ও আলোকিত মুজিব’ প্রদর্শনীর মাধ্যমে জন্মশতবার্ষিকী পালনের শুভ সূচনা করা হয়। এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষকে আরও ব্যতিক্রম করতে ১ শত ফিট মানচিত্র, ১ শত টি মশাল প্রজ্জ্বলন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন ভুইয়া সঞ্চালনায় আলোচনা সভায়  সভাপতিত্ব করেন প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক বিপিএম বার, পিপিএম, অতিরিক্ত আইজিপি।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্নট্য জীবনী নিয়ে আলোচনা  করেন। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল ও ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, অতি: ডিআইজি (ট্রেনিং) মকলেছুর রহমান, অতি: ডিআইজি(কারিকুলাম) নওরোজ হাসান তালুকদারসহ বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় কর্মরত উর্ধ্বোতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top