রাজশাহী বিভাগে আটজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১ ১৯:৪১; আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৭:০৫

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। এদের মধ্যে ছয়জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর দুইজন মারা গেছেন নওগাঁ ও বগুড়ায়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে যে ছয়জন মারা গেছেন, তাঁদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। আর তিনজনের ছিল উপসর্গ। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতালে এরা ২২, ২৫ এবং ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের সবার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য বলা হয়েছে। শনিবার এই হাসপাতালে ৬১ জন করোনা রোগী ভর্তি ছিলেন। এ দিন করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন আরও ৬৩ জন। তাঁদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার বিভাগের নওগাঁ ও বগুড়ায় একজন করে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৮১ জন।
আপনার মূল্যবান মতামত দিন: