রাজশাহীতে করোনায় সংক্রমিত হয়ে শিক্ষকের মৃত্যু

রাজশাহী টাইমস | প্রকাশিত: ৯ জুন ২০২০ ২৩:৪৮; আপডেট: ১২ জুন ২০২০ ০০:৪৭

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সোমবার সন্ধ্যায় লুৎফরের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রামেক সূত্র জানায়, মোহনপুরের মহিষকুণ্ডি মাদ্রাসার শিক্ষক ছিলেন লুৎফর রহমান। তাদের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।সোমবার সন্ধ্যায় তার লুৎফর রহমানের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাত ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এরপর সকালেই তিনি মারা যান।
উল্লেখ্য, রাজশাহী জেলায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো করোনায়। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।
 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top